শনিবার, ২৩ জুন, ২০১৮

দুর্যোগে দিশাহারা মিয়ানমার


এইভাবে একদিন ধংশ হবে, জালিমদের প্রভুত্য৷
মিয়ানমারে এবার ভূমিধসের সৃষ্টি হয়েছে। উত্তর প্রান্তের রাজ্য কাচিনের ফাকান্তে টাউনশিপ ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স কমিটি’র স্টাফ কোয়ার্টার্সে ভূমিধসে ছয় জন মারা গেছে।শনিবার গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
তথ্য ও জনসংযোগ বিভাগ জানায়, শুক্রবার মাও-ওয়ান ওয়ার্ডের পান্টিন ব্রিজের কাছে এই ভূমিধস হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে এলাকাটি পানিতে নিমজ্জিত হয়ে পড়ে।মাওগালোন, সুতাউং ও ফাপিন গ্রামেও ভূমিধস হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
াজ্যে আকস্মিক বন্যা
মিয়ানমারের মোন রাজ্যের দুটি শহরে সপ্তাহান্তে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। কয়েক দিন ধরে টানা বর্ষণের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে।
সোমবার মিয়ানমার সংবাদ সংস্থা একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।মোত্তামা ও রাজ্যের রাজধানী মাওলামাইনে শক্তিশালী বাতাস ও আকস্মিক বন্যায় বাড়িঘরের ক্ষতি হয়েছে।এদিকে এই বন্যা ও ভূমিধসে মাওলামিনে বিখ্যাত প্যাগোডা কিয়াইকথালানেরও ক্ষতি হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্তরা স্কুলগুলোতে গড়ে ওঠা অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। তাদের খাবার দেয়া হয়েছে বলে খবরে বলা হয়।
খবরে আরো বলা হয় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও প্যাগডা মেরামতের প্রস্তুতি নেয়া হচ্ছে।

কেন বাড়তি ভাড়া?

বাইশারীতে সি এন জি মালিক সমিতির অনুমতিহীন,
কিছু বেয়াদব ড্রাইভারদের রমরমা ভাড়াবাণিয্য৷
,,, 
সহসভাপতির ও সভাপতির অজান্তেই, বাইশারী থেকে ঈদগাঁও এর যাত্রাপথে সিএনজি ভাড়া ৫০ টাকা থেকে ৮০টাকা করে আদায়করে যাচ্ছে জনপ্রতি৷
সকালে একজন মো উল্লাহ্ নামক সম্মানিত ব্যক্তি এক ড্রাইভারকে প্রশ্নঃ করলে, ( ঈদ উপলক্ষে ৫০টাকাতে ৬০টাকা নিতে পারেন! ৮০টাকা কেন? ) সে তখন বেয়াদবির স্বরে বল্ল, ৮০ টাকা নয় ১০০ ভাড়া নিব, বলার আপনি কে??? যে দিতে পারবে সে যাবে, যে ১০০টাকা দিতে পারবে না, সে যাবে না৷ (যেমন মগের মুল্লুক) এবং ঐ বেয়াদব ড্রাইভার নামের কলংকটি, উপস্থিত সকল সম্মানিত লোকদের সাথেই, বেয়াদবি করে৷
পরক্ষনে উক্ত সমিতির সহসভাপতি শহীদুল্লাহ'র কাছে তার বিরুদ্ধে অভিযোগ করা হলে (ঘাতক ড্রাইভার), সাথে সাথে ঐ বেয়াদব ড্রাইভারের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থাপুর্বক, শাস্তি প্রধান করেন৷
সে ব্যপারে সহসভাপতি শহীদুল্লাহ'র সাথে যোগাযোগ করাহলে, তিনি বলেন, ড্রাইভারদেরকে ৮০টাকা গাড়িভাড়া আদায়করার অনুমতি আমরা দেইনি, তিনি আরো বলেন, ঈদ উপলক্ষে ৫০টাকাতে ১০টাকা বেশী ৬০টাকা নিতে পারে, এটি সবখানেই হয়েথাকে, কিন্তু ৮০টাকা কেন? এই অনুমতি ত, আমাদের মালিক সমিতির পক্ষথেকে দেওয়া হয় নি! এসময় তিনি বলেন, আগামী ২৩/০৬/২০১৮ থেকে ঈদ উপলক্ষে আর কোন অতিরিক্ত ভাড়া (৫০টাকার বেশী) আদায় করা হবে না, যদি কেউ ৫০টাকার বেশী ভাড়া আদায়করে, তাহলে তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়াহবে৷
আমি মনেকরি সহসভাপতি শহীদুল্লাহ্'র মত বিচক্ষন কতৃপক্ষ প্রতিটি সেক্টরে প্রয়োজন, যারা বেয়াদবকে অশ্রয় দেই না৷
ধন্যবাদ, বাইশারী সি এন জি ও অটুরিক্সা মালিক সমিতির সকল কতৃপক্ষসহ সভাপতি ও সহসভাপতি শহীদুল্লাহকে৷
ছবিতেঃ সহসভাপতি শহীদুল্লাহ্ ( Shahid Ullah ) দায়িত্য পালনরত রয়েছেন৷
ঘাতক ড্রাইভারের ছবি বা গাড়ির নাম্বার সংগ্রহকরা হয় নি, সময়মত তার সবকিছু প্রকাশকরা হবে, ইনশাআল্লাহ্৷
আগামীকাল ২৩/০৬/২০১৮ শনিবারথেকে, বাইশারী থেকে ঈদগাঁও যাতায়তে জনপ্রতি সি এন জি ভাড়া, একজন ৫০টাকা, এর বেশী ভাড়া আদায়করার চেষ্টা করলেই, সাথে সাথে সহসভাপতি শহীদুল্লাহ'র কাছে আভিযোগ করুন৷