রবিবার, ২০ নভেম্বর, ২০১৬

৩০ হাজার রোহিঙ্গাঁ ভিটেছাড়া৷ ভিডিও সহ দেখুন???

৩০ হাজার রোহিঙ্গাঁ ভিটেছাড়া৷
ভিডিও সহ দেখুন??? 
HM HAMID বাইশারী.......




মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক
সহিংসতায় রোহিঙ্গা অধ্যুষিত চার শ'র
বেশি গ্রাম আক্রান্ত হয়েছে বলে ধারনা
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।
আর জাতিসংঘের কোঅর্ডিনেশন অব
হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স, ওসিএইচএ
জানিয়েছে, হামলার শিকার প্রায় ৩০
হাজার মানুষ ভিটেছাড়া। সেনাবাহিনী
ঘিরে রাখায়, কোনো সাহায্যও পাঠাতে
পারছে না আন্তর্জাতিক সংস্থাগুলো।
এদিকে শুক্রবার রাতে রোহিঙ্গাদের বহন
করা ৭টি নৌকা নাফ নদী থেকে ফেরত
পাঠিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মিয়ানমার সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে
বাঁচতে রাখাইন রাজ্যের নেসাপ্রুং গ্রাম
থেকে পালিয়ে, দুই শিশু সন্তানকে নিয়ে
বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, নূর হোসেন।
তাঁর পরিবারের ১৯ সদস্যের কপালে কি
ঘটেছে তা তার জানা নেই।
গত ৯ অক্টোবর তিন সীমান্ত চৌকিতে
সন্ত্রাসী হামলার পর, রাখাইন রাজ্যে
মিয়ানমার সেনাবাহিনী যে অভিযান শুরু
করেছে, তাতে ৩০ হাজার রোহিঙ্গা
ভিটেছাড়া হয়েছেন বলে জানিয়েছে,
কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান
এ্যাফেয়ার্স, ওসিএইচএ। এই সংখ্যার সাথে
একমত পোষন করে আন্তর্জাতিক অভিবাসন
সংস্থা, আইওএম বলেছে, রোহিঙ্গা অধ্যুষিত শত
শত গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা,
ইউএনএইচসিরও মনে করেন, অভিযানের মুখে
হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো মনে
করছে, ভিটেছাড়া মানুষের জন্য জরুরী
ভিত্তিতে, খাদ্য ও চিকিৎসা সেবা দরকার।
না হলে বহু মানুষ অনাহারে রোগে শোকে
মারা যাবে।
কারণ, হতভাগ্য মানুষগুলোর আশ্রয় নেয়ার সব পথ
বন্ধ। সেনা অভিযানে এখন পর্যন্ত ৬৯ জন
রোহিঙ্গার মৃত্যুর কথা স্বীকার করেছে
মিয়ানমার। তবে এদের সবাইকে সন্ত্রাসী
দাবি করেছে দেশটি। যদিও এই তথ্যের
সাথে একমত নয়, আন্তর্জাতিক গনমাধ্যম।
নিউজ সূত্রেঃ- চ্যানেল 24

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আস্সালামু আলাইকুম৷
ইন-শা-আল্ল-হ৷
কিছুক্ষ্যনের মধ্যেই আপনার মন্তব্যের জবাব দেওয়া হবে৷
অতএব চোখ রাখুন HM HAMID বাইশারী নামক ইসলামী ব্লগে৷