শুক্রবার, ২৪ মে, ২০১৯

ফরিদাবাদ মাদরাসায় ভর্তির নিয়ম,,,

ফরিদাবাদ মাদ্রাসায় ভর্তির নিয়ম,,, 
জেনে নিন, সঠিক শিক্ষা নিন,,, 

By HM Hamid

জামিয়ার ভর্তি জ্ঞাতব্য

আগামী ৭ই শাওয়াল সকাল ৭;০০ ঘটিকা থেকে ভর্তির যাবতীয় কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।
*সকাল ৭ থেকে ১১টা পর্যন্ত ফরম বিতরণ।

ভর্তি ফি-

কাফিয়া থেকে ইফতা পর্যন্তঃ
ভর্তির ফরম 50/-
ভর্তি ফি 2500/-
পত্রিকা ফি 150/-
খোরাকী 1200/-
*মোটঃ 3900/-
খুছুছী থেকে হেদায়তুন্নাহু পর্যন্তঃ
ভর্তির ফরম 50/-
ভর্তি ফি 2500/-
খোরাকী 1200/-
*মোটঃ 3750/-

কোটা খালী থাকা সাপেক্ষে ইফতায় ভর্তি হওয়ার জন্য দাওরায় মুমতাজ হওয়া শর্ত। জামিয়ার ছাত্রদের মুমতাজ অগ্রগণ্য।

দাওরা ভর্তির জন্য যে কোন বোর্ডের মেশকাত জামাতের মার্কসীট আনলেই হবে। গড় নাম্বার নূন্যতম 45 পেয়ে উত্তীর্ণ  হতে হবে।

বিঃ দ্রঃ এবার দাওরায় ভর্তি পরীক্ষা হবেনা। মেশকাতের মার্কসীট যথেষ্ট।

ইন্টারভিউ

★শরহে বেকায়া, জালালাইন ও মেশকাত জামাত ভর্তি পরীক্ষা মৌখিক হবে, যে সকল কিতাব পরীক্ষা হবে, নিম্নে দেয়া হলো-

#শরহে বেকায়া জামাতে ভর্তির জন্য 'শরহে জামী ও কানযুদ দাকাইক' কিতাব পরীক্ষা দিতে হবে।

#জালালাইনে ভর্তির জন্য 'শরহে বেকায়া' পরীক্ষা দিতে হবে।

#মেশকাতে ভর্তির জন্য 'জালালাইন' পরীক্ষা দিতে হবে।

★ খুসুসী থেকে শরহে জামী পর্যন্ত ভর্তি পরীক্ষা লিখিত হবে।
পরীক্ষার সময়ঃ সকাল ১১ টা থেকে।
স্থানঃ মসজিদের দ্বিতীয় তলা।
যে সকল কিতাব পরীক্ষা দিতে হবে নিম্নে দেয়া হলোঃ-
#খুসুসী জামাতে ভর্তির জন্য,
"কুরআন শরীফ (নাযেরা), বাংলা, অংক।"
#মীযান জামাতে
'তাইসীরুল মুবতাদী, ফারসী কি পহলী, উর্দু কি তেসরী'।
#নাহবেমীর জামাতে_
'মীযানুস সরফ, আত্ ত্বরিকু ইলাল আরাবিয়্যা, বাকুরাতুল আদব'।
#হেদায়াতুন্নাহু জামাতে_
'নাহবেমীর, রওজাতুল আদব, পাঞ্জে গঞ্জ, ইলমুস সরফ'।
#কাফিয়া জামাতে_
'হেঃনাহু, ইলমুস সীগা'।
#শরহে_জামী
কাফিয়া, কুদূরী
যাতায়াত,
১. যেকোন জায়গা থেকে যাত্রাবাড়ি নেমে লেগুনা/বাসে পোস্তগোলা, সেখান থেকে রিকশা/লেগুনায় ফরিদাবাদ মাদরাসা।
২. যাত্রাবাড়ি মোড় থেকে রিকশায় (৫০ টাকা নিবে হয়তো) ফরিদাবাদ মাদরাসা।
৩. যেকোন জায়গা থেকে সদরঘাট নেমে লেগুনা/রিকশা যোগে ফরিদাবাদ মাদরসা।

আপনার পরিচিত যেকোন মাদ্রাসার ভর্তির এলান করুন আমাদেরকে অবগত করে, 
যোগাযোগ করুনঃ এইচ এম হামিদুর রহমান +8801764022113 অথবা +8801829607456
#জাযাকুমুল্লাহ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আস্সালামু আলাইকুম৷
ইন-শা-আল্ল-হ৷
কিছুক্ষ্যনের মধ্যেই আপনার মন্তব্যের জবাব দেওয়া হবে৷
অতএব চোখ রাখুন HM HAMID বাইশারী নামক ইসলামী ব্লগে৷