জনপ্রিয় পোস্টসমূহ দেখুন

সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

একজন অকুতোভয় স্কটিশ যোদ্ধা, যিনি ওসমানীয় সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, এবং শাহাদাতের সুধা পান করেছেন।


টমাস কিথ, জন্ম ১৭৯৩, স্কটল্যান্ড। তিনি প্রথম জীবনে ব্রিটিশদের পক্ষে মিশর দখলের অভিযানে অংশ নিয়েছিলেন। ব্রিটিশদের মারাত্মক ক্ষয়ক্ষতি ও পরাজয়ের পরে, টমাস কিথ ওসমানীয়দের হাতে যুদ্ধবন্দী হিসাবে আটক হয়।

টমাস কিথের রনকৌশল এবং আরবী ভাষার ওপর দক্ষতা তাকে দ্রুতই মিশরে সুপরিচিত করে তোলে। মিশরে এসে টমাস কিথ ইসলাম দ্বারা আকৃষ্ট হন।

ইসলামের সুন্দর ইবাদত পদ্ধতি, আল্লাহ ও বান্দার মাঝে কোন মাধ্যম ছাড়াই সম্পর্ক, এবং মুসলমানদের উত্তম চরিত্র তাকে অভিভূত করে।

টমাস কিথ পরবর্তীতে ইসলামের সুশীতল ছায়ার আশ্রয় নেন এবং, তাঁর নতুন নাম হয় ইব্রাহীম আগা। তাঁকে নতুন সমরনায়ক হিসাবে নিয়োগ করা হয়।

নতুন সমরনায়ক হিসাবে তিনি পবিত্র মদীনা শহর ও পবিত্র রওজা মুবারক এর প্রতিরক্ষার কার্যক্রম শুরু করেন। ওসমানীয়রা ওই সময়ে পবিত্র মদীনা নগরীতে বিদ্রোহ মোকাবিলা করছিলো।

পবিত্র মদীনা নগরীতে ও ১৮১৫ সালে সালে পবিত্র মক্কা নগরীতে, টমাস কিথ (ইব্রাহিম আগা) সাফল্যের সাথে বিদ্রোহ দমন করেন; এর ফলশ্রুতিতে তাকে মদীনা শরীফের গভর্নর নিয়োগ করা হয়। 

দূর্ভাগ্যবশত, এর কয়েকমাসের মধ্যে মাত্র ২৩ বছর বয়সে, ইব্রাহীম আগা চোরাগোপ্তা হামলায় শাহাদাত বরণ করেন। 

সৌজন্যেঃ- বাইশারী আল-হেরা তাহফীজুল কুরআন আবেদীয়া মাদরাসা ও এতিমখানা ৷ যোগাযোগঃ-01810111919/01575406346

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট গুলো দেখুন, আর মন দিয়ে পড়ুন৷ আমার জানা মতে ক্ষতি হবেনা আপনার৷ ইশা-আল্ল-হ৷

বাংলাদেশে হাবশী শাসক

আমাদের এই দেশ একসময় সুদূর আফ্রিকা থেকে আগত হাবশীদের দ্বারা শাসিত হয়েছে। আমাদের মনে প্রশ্ন আসতে পারে হাবশী কারা? 'হাবশা' বলতে মূলত ইথ...

জনপ্রিয় পোস্টসমূহ দেখুন