জনপ্রিয় পোস্টসমূহ দেখুন

শনিবার, ২৫ মে, ২০১৯

জুমার নামাজে মাদক বিরোধী বয়ান, খতিবের দাড়ি ধরে ধরে টানা-হেঁচড়া

গাজীপুর প্রতিনিধি
  
২৫ মে ২০১৯ ০০:২৯ | আপডেট: ২৫ মে ২০১৯ ০৯:১৭
জুমার নামাজের বয়ানে মাদক ও জুয়ার বিরুদ্ধে মুসল্লিদের উদ্দেশে তালিম দেওয়ায় গাজীপুরের একটি মসজিদের খতিবকে শারিরীকভাবে হেনস্থা করেছে মাদকসেবীরা। একই সঙ্গে ইমামের দাড়ি ধরে টানা-হেঁচড়া করেছে তারা।
এ ঘটনায় গত বৃহস্পিতবার রাতে গাজীপুর সদর উপজেলার পূর্ব নয়নপুর এলাকা থেকে ইসমাইল হোসেন (৩৫), জাকির (২২), মাসুদ (২৪), ইমরানসহ (২৫) নামে ছয় মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত ১৭ মে সদর উপজেলার পূর্ব নয়নপুর এলাকায় পেপসি গেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি শামছুদ্দিন সাঈদ জুমার নামাজের পূর্বে মাদক, জুয়া ও নেশার বিরুদ্ধে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন। এতে এলাকার কতিপয় মাদকসেবী ক্ষুব্ধ হয়ে গত ২১ মে ওই সমজিদের সামনে খতিব শামছুদ্দিন সাঈদকে অকথ্যভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তাকে কিল-ঘুষি এবং দাড়ি ধরে টানা-হেঁচড়া করতে থাকে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী জানান, এ সময় খতিবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মাদকসেবীরা পালিয়ে যায়। এ ঘটনায় পর দিন খতিব জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জিডির পরিপ্রেক্ষিতে ইসমাইল, জাকির, মাসুদ, ইমরানসহ ছয়জনকে আটক করা হয় বলেও জানান এসআই শওকত।

কোন মন্তব্য নেই:

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট গুলো দেখুন, আর মন দিয়ে পড়ুন৷ আমার জানা মতে ক্ষতি হবেনা আপনার৷ ইশা-আল্ল-হ৷

বাংলাদেশে হাবশী শাসক

আমাদের এই দেশ একসময় সুদূর আফ্রিকা থেকে আগত হাবশীদের দ্বারা শাসিত হয়েছে। আমাদের মনে প্রশ্ন আসতে পারে হাবশী কারা? 'হাবশা' বলতে মূলত ইথ...

জনপ্রিয় পোস্টসমূহ দেখুন