জনপ্রিয় পোস্টসমূহ দেখুন

সোমবার, ২৩ আগস্ট, ২০২১

মুসলিম জাতি একজন সাহসী কান্ডারিকে হারালো....

মুসলিম জাতি একজন সাহসী কান্ডারিকে হারালো 






১৯ আগস্ট ২০২১ আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহ.এর ইন্তেকালে বাইশারী ওয়ারাসাতুল আম্বিয়া কল্যণ পরিষদ শোক জ্ঞাপন করছে। 

আজ দুপুর সাড়ে বারোটার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি দেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারীর শায়খুল হাদীস ও উপমহাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় আমীর হিসেবে জাতির অভিভাবকত্ব করেছেন। তাঁর ইন্তেকালে জাতির অভিভাবক শূন্যতা আরো প্রকট হলো। এই ক্ষতি কোনোভাবেই পূরণিয় নয়।

২০১৩ সালে যখন মুসলিম জাতি চরম অভিভাবকহীনতায় ছিলো, তখন তাঁর আবির্ভাব ছিল জাতির রহমতস্বরূপ। এরপর চরম উত্তাল সময়েও জাতির হাল ধরে রেখেছিলেন শক্ত হাতে। আজ জাতি সেই কান্ডারিকে হারালো।

প্রচন্ড কারানির্যাতনেও তিনি হাল ছাড়েননি। রিমান্ডে অমানবিক নির্যাতনের পর‌ও তিনি স্বীয় অবস্থানে থেকেছেন স্ব-মহিমায়। যা আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

এছাড়াও তিনি হাদীসে নববীর অন্যতম শীর্ষ মুহাদ্দিস ছিলেন। হাদীসের উপর বিশেষায়িত গবেষণা বিভাগ তিনিই বাংলাদেশে প্রথম চালু করেন।

মহান আল্লাহ তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমাদেরকেও তাঁর পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। আমীন। 




সৌজন্যেঃ- বাইশারী আল-হেরা তাহফীজুল কুরআন আবেদীয়া মাদরাসা ও এতিমখানা ৷ যোগাযোগঃ-01810111919/01575406346



কোন মন্তব্য নেই:

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট গুলো দেখুন, আর মন দিয়ে পড়ুন৷ আমার জানা মতে ক্ষতি হবেনা আপনার৷ ইশা-আল্ল-হ৷

বাংলাদেশে হাবশী শাসক

আমাদের এই দেশ একসময় সুদূর আফ্রিকা থেকে আগত হাবশীদের দ্বারা শাসিত হয়েছে। আমাদের মনে প্রশ্ন আসতে পারে হাবশী কারা? 'হাবশা' বলতে মূলত ইথ...

জনপ্রিয় পোস্টসমূহ দেখুন